কলকাতা পুলিশের উদ্ধাগে শুক্রবার শহরবাসির সুবিধার্থে নতুন প্রকল্প “প্রণামের” উদ্বোধন করা হয়। এই প্রণাম কল সেন্টার 24 ঘন্টা মানুষকে সহায়তা দিতে সক্ষম। যেকোনো সমস্যা কথা এই কল সেন্টারের মাধ্যমে জানানো যাবে এবং কলকাতা পুলিশের তত্ত্বাবধানে এই কল সেন্টার সহায়তা করবে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উদ্বোধন করা হয়, “প্রণাম অ্যাপ “। এই অ্যাপের মাধ্যমে যেকোনো রকমের সমস্যার কথা জানানো যাবে। কলকাতা কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েল এদিন এই অ্যাপটির উদ্বোধন করেন। এবং আগে থেকে কলকাতা পুলিশের তৈরি করা “বন্ধু” এর আগে থেকেই কলকাতাবাসীকে বিভিন্নভাবে সাহায্য করে গেছে যেমন পোস্টমর্টেম রিপোর্ট, থানায় কোন মিসিং ডায়েরি। সেই অ্যাপকে আপডেট করে পুনরায় জনগণের সুবিধার্থে সামনে আনা হলো।