News United India

আবার ও কু কথা তৃণমূল কংগ্রেস নেতার। এবার সোনালী গুহ কে আক্রমণ তার পুরোনো বিধান সভা সাত গেছিয়া থেকে, সিনালি গুহ ও শুভেন্দু অধিকারী কে পচা আলু সাথে তুলনা।

আবার ও কু কথা তৃণমূল কংগ্রেস নেতার। এবার সোনালী গুহ কে আক্রমণ তার পুরোনো বিধান সভা সাত গেছিয়া থেকে, সিনালি গুহ ও শুভেন্দু অধিকারী কে পচা আলু সাথে তুলনা।

বিগত কয়েক দিন আগে অভিষেক ব্যানার্জি কে ভাষায় আক্রমণ করেছিলো দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন বিধাইকা সোনালী ঘুহো। আজ সেই বিধানসভা তে তৃণমূল কংগ্রেস এর একটি বিক্ষোভ মিছিল ছিলো ও মিটিং ছিলো সেই মিটিং এ বজবজ ২ নম্বর ব্লক এর সহ সভাপতি বুচান ব্যানার্জি সোনালী গুহ কে পচা আলু বলে আক্রমণ করলো। এবং বললো আগের বিধায়িকা সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেনি কোনদিনও সাতগাছিয়ায় তিনি আসতেন না সাধারণ মানুষের অসুবিধার কথা শুনতেন না তাই মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে। ২০১৬ সালে যদি অভিষেক ব্যানার্জি মাথার উপর হাত না দিত তাহলে সোনালী গুহ টিকিট পেতনা এমনটাই বললো বজবজ ২ নম্বর ব্লকের সহ-সভাপতি বুচান ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories