ব্যবসায়ীকে গুলি
কলকাতা:ভোরের আলো ফুটতে না ফুটতেই চললো গুলি। রাজ্যে ফের শুটআউট, হিন্দমোটরে ব্যবসায়ীকে লক্ষ্য করে চললো গুলি। পেট ও বুকের মাঝখানে লাগে গুলি। আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
স্থানীয় সূত্রের খবর, হিন্দমোটরের ঘোষপাড়ায় গঙ্গার ঘাটের কাছে এক জায়গায় ডিম নামানো হয়। আজ ভোরে সেখানে গিয়েছিলেন ব্যবসায়ী। সেই সময় কয়েকজন তাঁর উপর আক্রমণ করে। তাদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল। প্রথমে তাঁকে ছুরি দিকে আক্রমণ করা হয়। কিন্তু, ছুরি না লাগার পরে তাঁকে গুলি করা হয়। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উত্তরপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
দিনকয়েক আগেই বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ উঠেছিল বাইক আরোহীর বিরুদ্ধে। নদিয়ার কালীগঞ্জের ঘটনার ছবি ভাইরাল হয়। গুরুতর জখম অবস্থায় প্রতিবাদীকে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে । ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ
প্রশ্ন উঠছে, মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে ? কীভাবেই বা বেআইনি অস্ত্র পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের হাতে ?এতো কড়া শাসনের রক্তচক্ষু পেরিয়ে কিভাবে সাধারণ মানুষ পেয়ে যাচ্ছে আগ্নেয়াস্ত্রর ঠিকানা?
Report – Snigdha Ghosh