News United India

জানেন কি ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের নায়কের আসল পরিচয়?

জানেন কি ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের নায়কের আসল পরিচয়?

দুই বোনের গল্প নিয়ে স্টার জলসা (Star Jalsha) –এ আসতে চলেছে এক নতুন ধারাবাহিক, সন্ধ্যাতারা (Sandhyatara)। সম্পূর্ণ একটি নতুন ধাঁচের গল্প। ইতিমধ্যেই যার প্রোমো ছড়িয়ে পেড়েছে চারিদিকে। ধারাবাহিকটিতে দুইবোনের মুখ্যচরিত্রে রয়েছেন অভিনেত্রী অমৃতা দেবনাথ (Amrita Debnath) ও অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং নায়কের চরিত্রে রয়েছেন সৌরজিত ব্যানার্জী (Saurojit Banerjee)।

এই ধারাবাহিকটিতে প্রথম দুই অভিনেত্রী বাংলার অতিপরিচিত দুই মুখ হলেও, নায়কের চরিত্রে সৌরজিত ব্যানার্জী (Saurojit Banerjee) বাংলা টেলিভিশনে একদমই নতুন। তাকে এর আগে কোনো ধারাবাহিকে দেখা না গেলেও ইতিমধ্যেই দর্শকদের কাছে বং ক্রাশের খ্যাতি অর্জন করে নিয়েছেন এই উঠতি অভিনেতা। তিনি নিজের রূপ ও চেহারা দিয়ে ঘায়েল করতে সক্ষম হাজারও নারীর মন, আর সেই সাথে উচ্ছেবাবু ও ডোডো দার জায়গাও নিজের আয়ত্তেও নিতে পেরেছেনও বটে। কিন্তু জানেন কি এই নতুন অভিনেতার আসল পরিচয়?

এই ধারাবাহিকে সৌরজিত ব্যানার্জী (Saurojit Banerjee) নতুন মুখ হলেও এই ইন্ডাস্ট্রিতে নতুন নয় বরং পুরনো। অভিনেতা হওয়ার অনেক আগে থেকেই ক্যামেরার পিছনে থেকে নিজেকে তৈরি করতে তৎপর হয়েছিলেন সৌরজিত ব্যানার্জী (Saurojit Banerjee)। আসলে অনেকদিন ধরেই তিনি পরিচালক রাজ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। কিন্তু মনে তার ছিল নায়ক হওয়ার স্বপ্ন। আর তার এই স্বপ্নই এখন সত্যি হতেও চলেছে।

মেদিনীপুরের বাসিন্দা সৌরজিত ব্যানার্জী (Saurojit Banerjee)’র স্কুলজীবন কেটেছে লিলুয়ার ডনবস্কো’তে। কিন্তু এতদিন হাওড়াতে থাকলেও কাজের জন্য এবার টলিপাড়ার বাসিন্দাও হতে চলেছেন খুব তাড়াতাড়ি। পছন্দ করেন বাইক রাইডিংও। তাই আসছে সপ্তাহের ১২ই জুন থেকে সোম থেকে রবি প্রতিদিন ঠিক সন্ধ্যা ৭:৩০টায় সন্ধ্যাতারা (Sandhyatara), স্টার জলসায় (Star Jalsha)।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories