



সিনে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট
কলকাতা: রবিবার কুড়ি তম সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলো নজরুল মঞ্চে। নাচ,গান বিভিন্ন পারফরমেন্সে মুখরিত হয়েছিল রবিবারের সন্ধ্যা। ভারত বাংলাদেশের বিভিন্ন তারকার সমাবেশে নজরুল মঞ্চের প্রাঙ্গন হয়ে উঠেছিল উজ্জ্বল।
অভিনেতা ওম ও অভিনেত্রী কৌশানি মুখার্জী একটি দারুন পারফর্ম দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই বছরের সেরার সেরা পুরস্কার গুলি তুলে দেন অভিনেতারা সবার হাতে। বেস্ট সিনেমা পপুলার পুরস্কার পায় হিট সিনেমা “প্রজাপতি”, বেস্ট ফিল্ম জুড়ি পুরস্কার পায় “অপরাজিত”, মেল আক্টর ওয়েবসিরিজ এর বেস্ট পুরস্কার পান অভিনেতা অঙ্কুশ হাজরা, বেস্ট প্রমিসিং ডিরেক্টর পুরস্কার পান পরিচালক অভিজিৎ সেন, বেস্ট সাপোর্টিং অভিনেতার পুরস্কার পান অভিনেতা খরাজ মুখার্জী, বেস্ট চাইল্ড অভিনেতা পুরস্কার অয়ান সামন্তক দ্যুতি মিত্র, পুলক বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল পুরস্কার পান মিউজিক ডিরেক্টর রনজয় ভট্টাচার্য, পুরস্কার পান ইমন চক্রবর্তী, অনিন্দ্য চ্যাটার্জী, অনুপম রায়, আফজাল হোসেন, দীপঙ্কর দে, দীপঙ্কর দে, জিতু কমল, গার্গী রায়চৌধুরি, বিদ্যা সেনহা মিম, চঞ্চল চৌধুরী, আদৃত রায়, সোলাঙ্কি রায়, বাপ্পা মজুমদার, সামিমা চৌধুরী, বাপ্পি চৌধুরি প্রমুখ।
অনুষ্ঠানের কর্নধার মৃণ্ময় কাঞ্জিলাল জানান “এই কুড়ি বছরে বহু মানুষের ভালোবাসা পেয়েছি। সবাই কে সাথে পেয়েছি এই পথ চলায়। আজ দেখতে দেখতে কুড়ি বছরে পা দিলাম।
যারা ভোট দিয়েছেন, যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা সবার জন্য”।
দুই বাংলার খুব প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরি জানান “এই মিলন উৎসবে আমাদের দুটি বাংলা একটি ভালোবাসার বন্ধনে যুক্ত হয়। এমন একটি অনুষ্ঠানের সাথে থাকতে পেরে আমি খুব খুশী”।
দীর্ঘ কুড়ি বছর পথ চলার পরে এ বছরে একইভাবে নতুন থেকে পুরনো তারকাদের নতুন কাজে উৎসাহিত করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ সিনে অ্যাওয়ার্ডস।
Report – SNIGDHA GHOSH
