News United India

তিনদিনের বক্স অফিসে ‘আদিপুরুষ’ সফল কতটা?

তিনদিনের বক্স অফিসে ‘আদিপুরুষ’ সফল কতটা?

ওম রাউত (Om Raut) পরিচালিত ছবি ‘আদিপুরুষ’ (Adipurush) মুক্তি পেয়েছে ১৬ই জুন। গোটা বিশ্ব জুড়ে বক্স অফিস সংগ্রহে উঠে এসেছিল ১৪০ কোটি টাকা। তার পরের দু’দিনে আরও ১০০ কোটি টাকা করে লাভ করায়, অর্থাৎ ১৬ থেকে ১৯ জুন পর্যন্ত ৩৪০ কোটি টাকা অর্জন করতে পেরেছে ‘আদিপুরুষ’ (Adipurush) । জানা মতে, ‘আদিপুরুষ’ (Adipurush) হল রামায়ণের পুনরাবৃত্তি। কিন্তু হলে (Hall) চলা ‘আদিপুরুষে’ (Adipurush) ছবিতে দর্শকরা সেই পুরনো রামায়ণকে নাকি খুঁজেই পান নি। আর তাতেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে ‘আদিপুরুষ’কে।

দর্শকরা জানিয়েছেন যে, রামভক্ত হনুমানের (Hanuman) যা ডায়লগ হওয়ার কথা তার বদলে রয়েছে আশানুরূপ অন্য ডায়লগ, যা হতাশ করেছে দর্শকের মনকে। এছাড়া, সীতা (Sita), রাবণ (Ravana) সহ ছবির অন্যান্য চরিত্র ও ভিএফএক্স নিয়েও ক্ষুধ হয়েছেন দর্শকরা। কিন্তু এত কটাক্ষের পরও কিছু তেলুগুভাষী অঞ্চলে এই ছবি নিয়ে তেমনি ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। তার অন্যতম কারণ অবশ্য রাম রূপে প্রভাসকে দেখে। এতসব কিছু হওয়ার পরেও নগদ সাফল্য বহাল ছিলও অনেকটাই। করোনার পর এটিই হল তৃতীয় বৃহৎ ‘ওপেনিং’ আর আগে রয়েছে ‘পাঠান’ (Pathaan) ও ‘কেজিএফ: ২’ (KGF:2)। নির্মাতারা জানিয়েছেন যে, আগামী ৭২ ঘণ্টা পর সমস্ত অশালীন ভাষাসহ সবকিছু ঠিক থাক করে আবার দর্শকদের সামনে তুলে ধরা হবে।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories