News United India

গায়ের রঙের জন্য কাজ করতে চাননি অনেকেই, তাই নাচকেই বেছে নেন প্রথমে

গায়ের রঙের জন্য কাজ করতে চাননি অনেকেই, তাই নাচকেই বেছে নেন প্রথমে

গায়ের রঙের জন্য কেরিয়ারের শুরুতেই নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে। কাজ করতে চাননি অনেক নামীদামি নায়িকাও, কারণ একটাই তাঁর কৃষ্ণবর্ণ চেহারা। কিন্তু এতেও দমে যাননি তিনি। নাচের প্রতিভা দিয়ে প্রথম জয় করেন সবার মন, তারপর অভিনয় দিয়ে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

তিনি জানিয়েছেন, তাঁকে দেখে একসময় মানুষের মনে প্রত্যাশা বেড়ে গিয়েছিল। মানুষেরা তাঁকে দেখে স্বপ্ন দেখাও শুরু করেছিল যে, কিভাবে একটা গ্রাম বা বস্তিতে থেকে উঠে আসা ছেলে একজন অভিনেতা হতে পারে। সাধারণ মানুষের কাছে সুপারস্টার হয়ে ওঠাটা অনেক বড় বিষয় ছিল তাঁর কাছে।

এছাড়াও তিনি মনে করতেন যে, তিনি যদি তাঁর নাচ দিয়ে সবার মন জয় করতে পারেন তাহলে তাহলে কেউ আর তাঁর গায়ের রঙ দেখবে না, দেখবে তাঁর নাচকে। আর হয়েছেও তাই। মানুষ তাঁর নাচকে মনে রেখেছে, তাঁর গায়ের রঙকে না। কিন্তু কেরিয়ার শুরুর প্রথমদিকে যখন ওনাকে গায়ের রঙের জন্য দুচ্ছাই করা হয়েছিল, সেইসময় অনেক কেঁদেও ছিলেন তিনি।

সফলতার সিঁড়িতে পা দেওয়ার পরে জিনাত আমনই (Zeenat Aman) তাঁকে প্রথম সারির অভিনেতা হিসেবে গণ্য করেছিলেন। আর উনিই ছিলেন যিনি মিঠুনের সঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন, অন্যকেউ নয়। অন্যরা ভেবেছিলেন মিঠুনের সঙ্গে কাজ করলে খ্যাতি সম্মান পাবেন না। মিঠুন চক্রবর্তী মতে, জিনাতের সঙ্গে কাজ করার পর তিনি সফলতা আরও অর্জন করতে পেরেছেন।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories