News United India

বৈবাহিক জীবনের ১১ বছর পেরিয়ে সুখবর দিলেন এই দক্ষিণী তারকা দম্পতি

টলিপাড়ায় বইছে খুশির জোয়ার। বিয়ের ১১ বছর পর বাবা-মা হলেন রাম চরণ (Ram Charan) ও তাঁর স্ত্রী উপাসনা (Upasana Kamineni)। খুশির খবরটি এল ২০ জুনের ভোরবেলা। ১৯ জুন রাতে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে উপাসনা জন্ম দিয়েছেন একটি কন্যাসন্তানের। হাসপাতালে ভর্তি হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে অনেক ভিডিওতেই উপাসনাকে রাম চরণের সাথে হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল। পরিবারে নতুন অতিথির আসার খবর পেয়ে আগাম প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখেননি হবু বাবা-মা, তা ঘর সাজানই হোক কিংবা কেনাকাটা। উপাসনা তার সেই প্রত্যেকটি আপডেট ভাগ করে নিয়েছেন সোশ্যাল মাধ্যমে।

হবু দাদু চিরঞ্জীবী (Chiranjeevi), ছেলের বাবা হওয়ার সুখবরটি পেয়ে বেজায় খুশি হয়েছিলেন। সেই সাথে করে ফেলেছিলেন টুইটও। তিনি লেখেন, ‘আমি খবরটি জানতে পেরে খুবই খুশি হয়েছি। রাম চরণ ও তার স্ত্রী উপাসনা এখন নতুন অতিথির আগমনের অপেক্ষায় রয়েছে। ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল পরিবারের তরফ থেকে’। হাসপাতাল থেকে পাওয়া রিপোর্ট থেকে জানা গেছে মা ও সন্তান দুজনেই একেবারে সুস্থ আছেন।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories