কথায় বলে ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’। ঠিক তাই। আগেকারদিনে দিনে মেয়েরা রান্নাঘরে হাতাখুন্তি নাড়লেও, বর্তমানে ছেলেদের সাথে সমান তালে বাইরেটাও সামলাচ্ছে মেয়েরা। আর এতকিছু সামলাতে গিয়ে খামতি রয়ে যাচ্ছে নিজেদের যত্নে। বিশেষ করে চুলের যত্নে। কারণ চুলের যত্ন নেওয়া মানেই কিন্তু শুধু শ্যাম্পু করা নয়, সাথে দরকার পুষ্টি, আদ্রতাও। আর শ্যাম্পু চুলকে শুধু কিছু সময়ের জন্যই ভালো রাখতে পারে। সপ্তাহে তিনদিন শ্যাম্পু করলেও, একদিন হেনা করার পরামর্শ দিচ্ছেন কেশ বিশেষজ্ঞরা। কিন্তু হেনাই কেন?
১) চুল পরা কমায় – বিভিন্ন কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করায় চুল পরে যায় অনেক সময়। এছাড়া, চুলে প্রয়োজনীয় পুষ্টির পরমাণ কম হলে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। তাই এই সমস্যা থেকে বাঁচতে সপ্তাহে একদিন হেনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ হেনা তৈরি হয় প্রাকৃতিকভাবে, যাতে কোনো রাসায়নিক উপকরণ নেই। এর ফলে চুলের গোঁড়া শক্ত হয়ে চুল পরা কম হবে।
২) কন্ডিশনার হিসেবে কাজ করে – চুলের কোমল ও মসৃণভাব ধরে রাখতে বাজারচলতি যেমন অনেক শ্যাম্পু কিনি তেমনি কিনি কন্ডিশনারও। আর এতেই চুলের রুক্ষতা আরও বেড়ে যায়। আর এই রুক্ষতার সমস্যা দূর করতে হেনা ব্যবহার সবচেয়ে উপকারী।
৩) চুলের ডগা ফাটা কমায় – চুলের ডগা ফেটে গেলে সবসময় চুল কাঁটা সম্ভব হয় না। এতে চুল বাড়ার বদলে আরও কমে যেতে থাকে। তাই ঘরেই হেনার সাথে কিছু উপকরণ মিশিয়ে সেটিতে ব্যবহার করলে এই সমস্যার থেকে রেহাই পাওয়া যাবে।
৪) খুশকি থেকে মুক্তি – চুল পরে যাওয়ার আর একটি কারণ হল খুশকি। আমরা অনেকেই বাজার চলতি অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পুও ব্যবহার করে থাকি। আর এতে অনেক সময়েই চুল আরও পরতে থাকে। তাই মাসে ১০ থেকে ১৫ দিনে অন্তত ৩ বার হেনা ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৫) প্রাকৃতিক রঙ – হেনা যেহেতু প্রাকৃতিক উপায় তৈরি হয়, তাই তার থেকে পাওয়া রঙে চুলের কোন ক্ষতি হয় না।
Report – Swarnalye Paul