




গাল ভর্তি লম্বা সাদা দাড়ি ও ঘাড় পর্যন্ত সাদা চুলে ঢাকা। সাথে গালে ও কপালে বলিরেখা স্পষ্ট আর পরনে সদা পাঞ্জাবি। ৮০ বছরের অভিনেতাকে বৃদ্ধ রূপে দেখে চেনা দায় সকলের। চিনতে পারেনি তার অনুগামীরাও। চিনতে পারছেন কে এই অভিনেতা? বৃদ্ধটি আর কেউ নং, বাংলাদেশী অভিনেতা শাকিব খান (Shakib Khan)। পরিচালক হিমেল আশরফ (Himel Ashraf) পরিচালিত নতুন ছবি ‘প্রিয়তমা’য় (Priyotoma) শাকিব খানকে দেখা যাবে ৮০ বছরের এই বৃদ্ধের চরিত্রে। যার অফিসিয়াল টিসার ট্রেলার ১মাস আগেই দর্শকদের কাছে পৌঁছে গেছে। এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল তারই দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির (Shobnom Bubly)। তবে কোনো এক অগ্যাত কারণবসত ছবির কাজ থেকে সরে আসতে হয় শবনমকে। সেটা ব্যক্তিগত কারণ কিনা তা জানা যায়নি।

তবে শাকিব জানিয়েছেন, ‘চরিত্রের প্রয়োজনেই বাদ দেওয়া হয়েছে বুবলিকে’। তাই শবনমের পরিবর্তে দেখা যাবে বাংলা ধারাবাহিকের ইধিকা পালকে (Idhika Paul)। শুধু বাংলার ইধিকাই নন, এর আগেও শাকিব খান ভারতের বাঙালি নায়িকা শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চ্যাটার্জী ও সায়ন্তিকা ব্যানার্জীর সাথেও জুটি বেধেছেন।
Report – Swarnalye Paul
