




সঞ্জয় দত্ত বড় পর্দায় পা রাখেন ১৯৮১ সালে ‘রকি’ (Rocky) ছবির মধ্যে দিয়ে। কুড়িয়েছিলেন প্রশংশা, হয়েছিল অনেক নাম যশও। বাইরে খ্যাতি অর্জন করলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বিতর্কে জড়াতে হয়েছে অভিনেতাকে। মাদকের সাথে সাথে নারীসঙ্গও ছিল যেন প্রতিদিনের রুটিনমাফিক কাজ বা অংশ। সেই সঙ্গে লেগেছে গায়ে দেশদ্রোহীর তকমাও। তবে সেসব থেকে বেরিয়ে এসে পরিবার নিয়ে সুখে শান্তিতে সংসার করছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। কিন্তু ইদানিং সঞ্জয় দত্ত নীল ছবির (Blue Film) কোনো এক নায়িকাকে ইনস্টাগ্রামে (Instagram) অনুসরণ করছে বলে আভাস মিলেছে অভিনেতারই অনুগামীদের কাছে। কিন্তু জানেন কি কে সেই নায়িকা?

ইনস্টাগ্রামে সঞ্জয় দত্তের অনুরাগীর সংখ্যা প্রায় ৮০ লক্ষেরও বেশি। আর তিনি নিজে অনুসরণ করেন মোট ৩৪৯ জনকে। তাদেরই নিজের জায়গা করে নিয়েছেন নীল ছবির অতিচর্চিত মুখ লিসা অ্যান (Lisa Ann)। আমেরিকার বাসিন্দা এই লিসা অ্যান। ৫১ বছর বয়সী এই আমেরিকান নীল ছবির নায়িকার প্রতি কিসে আকৃষ্ট বলি অভিনেতা তা অবশ্য জানা যায়নি। তবে লিসার ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা ১০ লক্ষেরও বেশি। পাশাপাশি লিসা একজন ক্রীড়া প্রেমীও (Sports Lover)। এর আগে মিঠুন পুত্র মিমো চক্রবর্তীকে (Mimo Chakraborty) আরেক নীল ছবির নায়িকা কেডন ক্রসের (Kayden Kross) সাথে একটি ছবিতে দেখা গিয়েছিল। তাতে অবশ্য বিশেষ কর্ণপাত করেন নি মিঠুন পরিবার।
Report – Swarnalye Paul
