সম্প্রতি বেশ কিছুদিন ধরে টিআরপি ভালো না হওয়ায় টলিপাড়ায় বাংলা ধারাবাহিক বন্ধ করা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে অনেক। তৈরি হয় তালিকাও। আর সেই তালিকায় সবার প্রথম জায়গা করে নেয় ‘হরগৌরী পাইস হোটেল’। তবে পরবর্তীতে শোনা যায় যে বন্ধ হচ্ছে না এই ধারাবাহিকটি। এর সাথেই তালিকায় ছিল বেশ কিছু অন্যান্য ধারাবাহিকের নামও। সুতরাং কিন্তু জুন মাসের তৃতীয় সপ্তাহে চোখ স্থির ছিল সবারই। ফলাফলও পাওয়া যায়। তবে ফলাফলও ছিল অসন্তোষজনক। পরবর্তী টিআরপিতে প্রথম ও শেষের মধ্যে ছিল না কোনো পরিবর্তন। বরঞ্চ মাঝ থেকে উঠে আসে কিছু নতুন নাম। উঠে আসে ইন্দিরা-ভিকি’র নাম। মানে বাংলা মিডিয়াম। এতদিন যা ছিল তালিকার শেষেই। তবে জায়গার নড়চড় হয়নি ‘অনুরাগের ছোঁয়া’র। দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সূর্য-দীপা’র চরিত্রটি। ৮.৬ পেয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।
অন্যদিকে, এই তালিকার ৭.২ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘গৌরী এল’। শৈলমার নতুন রূপে ফিরে আসায় গল্পের মোড় ঘুরেছে আরেকদিকে। ৬.৯ পেয়ে টিআরপি তালিকায় তৃতীয়তে রয়েছে ‘জগদ্ধাত্রী’। কিছুদিন আগে অবধি জগদ্ধাত্রীকে টেক্কা দিচ্ছিল অনুরাগের ছোঁয়া। এর তাদের টেক্কা দিল ‘গৌরি এল’। সুতরাং লড়াই এখন তুঙ্গে। ‘বাংলা মিডিয়াম’ এর পেয়েছে ৬.৫। দর্শকদের পছন্দ হয়েছে শাশুড়ি বৌমার ষড়যন্ত্র। সেই সাথে ইন্দিরা-ভিকির রসায়নও। এছাড়াও বাকিরা রয়েছে বিভিন্ন স্থানে। নীচে রইল সেই চার্ট-
Report – Swarnalye Paul