News United India

দুর্গা পুজো ও নবরাত্রিতে দেবের উপহার ‘বাঘা যতীন’

এই বছরই মুক্তি পেতে চলেছে পরিচালক তরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’। যেখানে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে। শুক্রবার নিজের সোশ্যাল মাধ্যম থেকে ‘বাঘাযতীন’এর পোস্টার শেয়ার করে সুখবর দিলেন অনুরাগীদের দেব নিজেই। ২০ অক্টোবর হতে চলেছে ‘বাঘাযতীন’এর শুভ মুক্তি।

পোস্টার শেয়ার করে লিখেছে, ‘শাসনের অত্যাচারের অবসান ঘটাতে ভয় নয়, শুধু একটি সিংহই যথেষ্ট, ভারতবর্ষের মাটির পুত্র বাঘা যতীনের অমর কাহিনী নিয়ে প্রথমবার বড় পর্দায় আসছি আমরা! দুর্গা পুজো ও নবরাত্রির শুভ পার্বণে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের সবচেয়ে বড় প্রযোজনায় স্বতন্ত্র সংগ্রামী “বাঘা যতীন” আসছে।

এই প্রথম বাঘা যতীনই নয়, আগেও ২০২১ সালে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবেও ‘গোলন্দাজ’ ছবিতে দেখা গিয়েছিল দেবকে। এসভিএফের পরিচালনায় ছবির পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। আর এবার দেব নিজেই প্রযোজনা করবেন তাঁর ছবি ‘বাঘাযতীন’। দুর্গা পুজো ও নবরাত্রিতে নিজের এই ছবিই অনুরাগীদের উপহার হিসেবে দিতে চলেছেন দেব।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories