News United India

রথের মেলায় যুগলবন্দী

নীল শাড়ির দীর্ঘদেহী শ্বেতাঙ্গিনীর নামটা খটোমটো লাগলে আঙুলের মুদ্রায় ‘বাঁশি’ বোঝালেন পাশে বসা ধুতি-সজ্জিত শ্বেতাঙ্গ যুবক। তিনি ‘ইষ্টদেব নারদ দাস’। ইউক্রেনের কিভের মেয়ে বংশীপ্রিয়া ওরফে ভিক্তোরিয়া বেরেজন্যাকোভা আগে পিয়ানো বাজাতেন। তিনি হারমোনিয়াম ধরতেই তাঁর সঙ্গে করতাল বাজিয়ে সু-কণ্ঠে ‘হ্যারে কৃষ্ণা, হ্যারে কৃষ্ণা’ ধরলেন নারদ ওরফে ইলিয়া স্তারশিনোভ। রুশ দেশের সাইবেরিয়ার তমস্ক শহরের ছেলে নারদ। ময়দানে ব্রিগেডের মাঠে ইস্কনের রথের মেলা রুশ, ইউক্রেনের যুগলবন্দিতে জমে উঠল।
নীল শাড়ির দীর্ঘদেহী শ্বেতাঙ্গিনীর নামটা খটোমটো লাগলে আঙুলের মুদ্রায় ‘বাঁশি’ বোঝালেন পাশে বসা ধুতি-সজ্জিত শ্বেতাঙ্গ যুবক। তিনি ‘ইষ্টদেব নারদ দাস’। ইউক্রেনের কিভের মেয়ে বংশীপ্রিয়া ওরফে ভিক্তোরিয়া বেরেজন্যাকোভা আগে পিয়ানো বাজাতেন। তিনি হারমোনিয়াম ধরতেই তাঁর সঙ্গে করতাল বাজিয়ে সু-কণ্ঠে ‘হ্যারে কৃষ্ণা, হ্যারে কৃষ্ণা’ ধরলেন নারদ ওরফে ইলিয়া স্তারশিনোভ। রুশ দেশের সাইবেরিয়ার তমস্ক শহরের ছেলে নারদ। ময়দানে ব্রিগেডের মাঠে ইস্কনের রথের মেলা রুশ, ইউক্রেনের যুগলবন্দিতে জমে উঠল।
রাশিয়ায় দেড়শোর বেশি ইস্কন মন্দির থাকলে ইউক্রেনে রয়েছে অন্তত ৪৫টি। ইস্কন, কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস মস্কোয় ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েই ‘হরে কৃষ্ণ’র দলে দীক্ষিত হন। রাশিয়া, ইউক্রেনের ভক্তদের সঙ্গে রুশ ভাষায় আলাপচারিতায় তিনি স্বচ্ছন্দ। রাধারমণ বলছিলেন, “ইউক্রেনের মন্দিরগুলি কিন্তু বিপন্ন মানুষের জন্য খুলে দিয়েছি। দুর্গতদের নিয়মিত খাবার বিলি করা হচ্ছে।” লিভিভ শহরে রুশ বোমাবর্ষণে দু’জন স্বেচ্ছাসেবী ভক্তের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে উঠে এসেছিল। কলকাতার রথের মেলায় কিন্তু রুশ ও ইউক্রেনীয় ভক্তেরাই পুরোভাগে। ভাষাগত মিলের জন্য যুযুধান দুই পড়শি দেশের ভক্তেরাই পরস্পরের সব থেকে কাছের।
রথের মেলার মণ্ডপে রথ থেকে নামা জগন্নাথ, বলরাম, সুভদ্রার উপস্থিতিতে এখন নব বৃন্দাবনের ভাব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, শত্রুতার শব্দগুলির এখানে প্রবেশাধিকার নেই।

Report – Snigdha Ghosh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories