News United India

আবারও ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হল কলকাতার এক স্কুল ছাত্রী

ফের হার্ট অ্যাটাকে মৃত্যু কলকাতার এক নামি বেসরকারি স্কুলের ছাত্রীর। মৃতের নাম আফিফা নাসিম। মাত্র ১৪ বছরে প্রাণ হারাতে হয় তাকে। জানা যায়, স্কুলের প্রার্থনা চলাকালীন হঠাতই বুকে ব্যথা অনুভব করে সেই ছাত্রী। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় বেলভিউ হাসপাতালে। তবে বাঁচানো যায়নি তাকে। চিকিৎসকরা জানান, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায় সেই ছাত্রী। হাসপাতালে নিয়ে আসার পরই পালস খুঁজে পাননি চিকিৎসকেরা। তবুও প্রাণ ফেরাতে ত্রুটি রাখেননি তাঁরা। সিপিআর থেকে শুরু করে সবরকম চেষ্টা করেও প্রাণ ফেরাতে পাননি চিকিৎসকেরা। তাঁদের দাবি, স্কুল থেকে হাসপাতাল অবধি নিয়ে আসার সময়েই মারা যায় ছাত্রীটি। ছাত্রীটি আগে থেকে কোনো রোগে আক্রান্ত ছিল না কিনা তাই নিয়ে সন্দেহ চিকিৎসকদের। আবার প্রচণ্ড গরমের দাবদাহে ঘটতে পারে এই ঘটনা। এর আগেও নাকি স্কুলে অসুস্থ হয়ে পরেছিল ছাত্রীটি। তাই কিছুই পরিষ্কারভাবে জানা যাচ্ছে না এই মুহূর্তে।

এই ঘটনার কথা জানতে পেরে মৃত ছাত্রীর পরিবার ময়নাতদন্ত করা পর্যন্ত অপেক্ষারত থাকবেন বলে জানান তারা। আর এই ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করেই অভিযোগ করা হবে কি না তা সিদ্ধান্ত নেবেন মৃত ছাত্রীর পরিবার। স্কুল চত্বরের স্থানীয় কাউন্সিলার জানান, অনেক বাড়ই নাকি স্কুলের বাইরে মেয়ের জন্য অপেক্ষা করতে দেখা গেছে বাবাকে। প্রেসারের সমস্যা ছিল নাকি মেয়েটির। সেই কথা মানতে চাননি মৃতের পরিবার।

তবে ইদানিং ভারতে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে বাড়ছে মৃত্যু। এর জেরেই দেখা মিলছে প্রচুর কমবয়সীদের মৃত্যুও। চিকিৎসকদের মতে, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ায় হার্টের সমস্যায় পড়তে হচ্ছে কম বয়সীদের। শুধু তাই নয়, নতুন প্রজন্ম আসক্ত হচ্ছে বিভিন্ন তামাক-মাদক জাতীয় নেশায় যা হার্ট সমস্যার বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছে।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories