ফের ভাইরাল হল ভুবন বাদ্যকর সৃষ্ট ‘কাঁচা বাদাম’ গান। তবে এবার ভারতে নয়, পাকিস্তানে। বয়স হবে ৪ কি ৫ বছর। সারল্য ভরা মিষ্টি মুখে, ঝাঁকরা চুল। সাথে পরনে রয়েছে ঝলমলে কালো জ্যাকেট। খুদের নাচে জমজমাট অনুষ্ঠান। যেমন আকর্ষণ করেছে তার বাইরের গঠন, তেমনি নজর কেড়েছে তার নাচও। এরমই ভাইরাল হয়েছে একটি ভিডিও।
Video – https://www.instagram.com/reel/CtCSjsZo5lg/?igshid=NjZiM2M3MzIxNA==
একসময় সারা ভারতবর্ষ মেতেছিল এই গানে। নেটদুনিয়ায় ছড়িয়েছিল অজস্র ভিডিও। বীরভূমের বাসিন্দা ভুবন বাদ্যকর। পেশায় তিনি একজন বাদাম বিক্রেতা। তাই নিয়েই তৈরি করেন তার ‘কাঁচা বাদাম’ গান। দু’বছর আগে অর্থাৎ ২০২১ সালে নিজের এই গান দিয়েই সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। শুধু তাই নয়, এখনও যেকোনো সোশ্যাল মাধ্যমে খুঁজলে পাওয়া যায় তার গানের ভিডিও ও প্রতিক্রিয়া। তাই এবারও অন্যথা হয়নি তার। তার ও তার গানের খ্যাতি ছড়িয়েছে কাঁটা তারের ওপারেও।
ভিডিয়োটিতে দেখা গেছে, ভীষণই সাবলীলতার সঙ্গে গানের তালে পা মিলিয়ে অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে নেচে যাচ্ছে নির্বিঘ্নে। বাইরের কোনোরকম প্রতিক্রিয়ার পরোয়া নেই তার। সে শুধু নাচতেই মত্ত।
Report – Swarnalye Paul