এবার থেকে আর আগের মতো ট্রেনে ভিক্ষাবৃত্তি করতে পারবেন না বৃহন্নলারা।এই তৃতীয় লিঙ্গের মানুষদের সম্পর্কে রয়েছে হাজারো অভিযোগ। কখনো যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা তো কখনো টাকা না পেলে নোংরা ভাষায় গালিগালাজ। শুধু তাই নয়, অনেকে আবার ভুয়ো বৃহন্নলা সেজে ট্রেনে চুরি ও ভিক্ষাবৃত্তির নামে নির্যাতন চালান।বৃহন্নলাদের একাংশের এমন তান্ডব রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে আলিপুরদুয়ার রেল ডিভিশন। এরপর থেকে বৈধ টিকিট ছাড়া আলিপুর রেল ডিভিশন অন্তর্গত কোন ট্রেনে চড়তে পারবে না বৃহন্নলারা।তাছাড়া ট্রেনে এই তৃতীয় লিঙ্গের মানুষদের ভিক্ষাবৃত্তি ও নিষিদ্ধ করল রেল।
শনিবার আলিপুরদুয়ার ডিআরএম অফিসে যে বৈঠকটি হয় তাতে রেলকে ব্যবহার করে যে সমস্ত অপরাধমূলক কাজকর্ম হয় তারই আলোচনা চলে আর সেখানেই উঠে আসে বৃহন্নলাদের নির্যাতনের প্রসঙ্গ।তৎপর হয় রেল,নেওয়া হয় উদ্যোগ।যাত্রীদের বিরক্ত করলেই কড়া পদক্ষেপ নেবে রেল।রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।
Report – Anita Das