




চাঁদে মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে আর্টেমিস মিশন শুরু করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই প্রকল্পে হাত মিলিয়েছে নয়াদিল্লিও। ইসরো সম্প্রতি নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছে।চাঁদে প্রথম মহাকাশচারী পাঠিয়েছিল নাসা-ই। ১৯৬১ সালের অ্যাপোলো মিশনের ৫০ বছর পর নতুন করে চাঁদে মানুষ পাঠানোর বিষয়ে উদ্যোগী হয়েছে তারা। সেই উদ্দেশ্যেই শুরু হয়েছে মিশন আর্টেমিস।
এই আর্টেমিস মিশনের তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে (আর্টেমিস-১) ইতিমধ্যেই চাঁদে পাড়ি দিয়েছে যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’। এই অভিযানের মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলি চিহ্নিত করা।
দ্বিতীয় ধাপে অর্থাৎ ‘আর্টেমিস-২’তেও একই ধরনের পরীক্ষা নিরীক্ষা চলবে। তা সফল হলে তৃতীয় ধাপে চাঁদের উদ্দেশে পাড়ি দেবেন মহাকাশচারীরা। কারা সেই অভিযানে শামিল হবেন, তা-ও ঠিক করা হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে নাসার আর্টেমিস চুক্তিতে ভারতের স্বাক্ষর আলাদা তাৎপর্য বহন করছে বলে মত বিশেষজ্ঞদের। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই চুক্তির ফলে আগামী দিনে আর্টেমিস মিশনের অংশীদার হতে পারে।
শুধু চাঁদ নয়, আগামী দিনে নাসার সঙ্গে যৌথ উদ্যোগে ইসরো মঙ্গল অভিযানেও শামিল হতে পারে। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে যা যুগান্তকারী অগ্রগতি নিয়ে আসবে বলে মনে করছেন কেউ কেউ।
Report – Snigdha Ghosh
