News United India

তবে কি ISF এর ৮২ জন প্রার্থী লড়তে পারবেন নির্বাচন? নয়া নির্দেশ হাই কোর্টের

গ্রহণ করা হয় বাতিল হওয়া আইএসএফের ৮২জন প্রার্থীর মনোনয়ন। কিন্তু কেন? জানা যায়, হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষদিনেই বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দিয়ে মনোনয়নের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন। তবে আচমকাই গুলি চলে ভাঙড়ে। হয় বোমাবাজিও। তাতেই মারা যান তিনজন। এতে মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে পারেন না বহু আইএসএফ প্রার্থী। কিন্তু পরে অবশ্য গ্রহণ হয় মনোনয়ন।

তবে প্রথমদিকে স্ক্রুটিনিতে কোনো সমস্যা না হলেও হঠাতই চোখে পরে পরিবর্তন। বাদের তালিকায় যায় ওই ৮২ জন আইএফএর প্রার্থীদের নাম। তৎক্ষণাৎ হাই কোর্টের দ্বারস্থ হন সেই ৮২ জন আইএসএফ প্রার্থী। তার জেরেই সোমবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে, কমিশনকে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার কথা যেমন জানান, তেমনি জানান অভিযোগ বৈধ হলে সেই ৮২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন। কমিশনকে সিদ্ধান্ত ২৮শে জুনের মধ্যেই।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories