News United India

কথায় বলে ‘নেশা সর্বনাশা’

২৬ শে জুন -বিশ্ব মাদক বিরোধী দিবস। মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার রুখতেই এই দিবস পালিত হয়।আমাদের দেশের একটা বিরাট সংখ্যক মানুষ মাদকের অপব্যবহারের শিকার। আর এর মধ্যে একটা বড় অংশের বয়স ১৮-৩০ এর মধ্যে। শুধু আমাদের দেশেই নয়,মাদকের অপব্যবহার বর্তমানে গোটা বিশ্বে এক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
নেশা করার জন্য মদ থেকে শুরু করে তামাকজাত দ্রব্য -সবই ব্যবহার করা হয়। মাদক ও তামাকের নেশা করলে একদিকে যেমন নানারকম শারীরিক সমস্যা হয় অন্যদিকে তেমনি কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলা ও নানারকম মানসিক সমস্যার সৃষ্টি হয়।অনেকে আবার নেশায় আসক্ত হয়ে অনিয়ন্ত্রিত, বিশৃঙ্খল জীবন যাপনের দিকে এগিয়ে যায়।

২৬ শে জুন – আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে গোটা বিশ্ব জুড়ে মাদকের অপব্যবহার বন্ধ ও মাদক দ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতা প্রচার করা হয়।সর্বনাশা মাদকের নেশায় আসক্তদের সুস্থ স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য কর্মসূচী গ্রহণ করা ও এই দিনটি পালনের উদ্দেশ্য। 

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories