News United India

দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রীর কপ্টার, জরুরি অবতরণ সেবক এয়ার বেসে

জলপাইগুড়ির সভা সেরে ফেরার সময় দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ায় কপ্টারের জরুরি অবতরণ করানো হয় সেবক এয়ার বেসে।
এদিন ছিল মালবাজারে সভা।উত্তরবঙ্গে বৃষ্টি হলেও সভার সময় তেমন কোন দুর্যোগের চিহ্ন ছিল না। সভা সেরে প্রায় ১২টা৫০নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বাগডোগরার দিকে রওনা দেয়।তখন আকাশ ছিল পরিস্কার। কিন্তু বৈকুন্ঠের জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় আবহাওয়ার পরিবর্তন হয়।আকাশে জমতে শুরু করে মেঘ।পরিস্হিতি খারাপ বুঝে পাইলট উল্টোদিকে কপ্টারের মুখ ঘুরিয়ে দেন।দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণের সিদ্ধান্ত। সেবকে বায়ু সেনার এয়ার বেসে জরুরি অবতরণ করানো হয় মুখ্যমন্ত্রীর কপ্টারের।
আজই কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।আর তাই তাড়াতাড়ি বক্তব্য শেষ করে কপ্টারে উঠে পড়েন। কিন্তু হঠাৎই বাধ সাধল প্রকৃতি। দুর্যোগের কারনে তাড়াতাড়ি কলকাতায় ফেরা সম্ভব হল না। একটু দেরিতে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী…এমনটাই খবর।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories