২২ বছরের তরুণীকে গুলি করে খুনের অভিযোগ উঠল তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আলিপুর আতের্না গ্রামে গত বুধবার এই ঘটনা ঘটে। এক বছর আগে পালিয়ে এক যুবককে বিয়ে করেছিলেন ২২ বছরের ওই তরুণী। কয়েক দিন আগে তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়। তার পরেই গ্রামে ফিরেছিলেন তিনি।
ওষুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে তাঁর পরিবারেরই সদস্যরা গুলি চালান বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। খুনের পরই চম্পট দেন অভিযুক্তরা। গ্রামের প্রধান দাবি করেছেন, প্রথম থেকেই তরুণীর প্রেমের সম্পর্ক মানতে পারেনি তাঁর পরিবার। সেই কারণেই খুন করা হয়েছে।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
Report – Snigdha Ghosh