‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’ –সেই ফুটবল জগতে নেমে এল শোকের ছায়া। চলে গেলেন চন্দন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই ছিলেন অসুস্থ। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৮বছর।
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ইস্টবেঙ্গলে খেলার।সেই স্বপ্নপূরণ হয় ১৯৬৩ সালে।১৯৬৬ তে তাঁর অধিনায়কত্বে মোহনবাগানের স্বপ্নভঙ্গ করে লিগ জিতেছিল ইস্টবেঙ্গল। ২০১৫ তে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে তাঁকে জীবনকৃতি সম্মান জানানো হয়।তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান।
Report – Anita Das