সবং এ বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে হইচই। খুনের অভিযোগ বিজেপির অন্যদিকে তৃণমূল অভিযোগ উড়িয়ে বলছে- মৃত্যু নিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির।
বৃহস্পতিবার সবং ব্লকের বলপাই অঞ্চলের পানিথর এলাকায় দীপক সামন্ত(৩৫) নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।তারপর থেকেই পরিবারের সদস্য ও বিজেপি কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে।ঘটনাস্থলে আসেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। মৃতের পরিবারের দাবি,দীপক কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করে বলছে,ওই বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছেন। এও বলছে, এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। পুলিশি তদন্তেই সব স্পষ্ট হয়ে যাবে।এদিকে পুলিশ জানাচ্ছে, ঘর ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে যা জানা যাচ্ছে তাতে কিছুদিন আগে দীপকের বাবা মারা যান।এতেই বিপর্যস্ত হয়ে পড়েন দীপক।এছাড়া কয়েকদিন ধরেই দীপক ও তার ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। এই কারণেই দীপক আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
Report – Anita Das