News United India

জাতীয় চিকিৎসক দিবস কবে এবং কেন পালিত হয়?

শরীর একটু অসুস্থ বোধ হলেই যে কথাটা প্রথমে মাথায় আসে তা হল ডাক্তারখানা।কারণ চিকিৎসক ছাড়া সুস্থ হবার কোন উপায়ই নেই। এমন ও হয় যে ডাক্তারখানা গেলেই যেন রোগীর অর্ধেক রোগ সেরে যায়।সেজন্যই হয়তো ডাক্তারদের মানা হয় দ্বিতীয় ভগবান রূপে। ভগবানরূপী ডাক্তারদের সম্মান জানাতেই পালন করা হয় ‘চিকিৎসক দিবস’। আর তা পালন করা হয় ১লা জুলাই।কিন্তু ১ লা জুলাই কেন?

ডঃ বিধান চন্দ্র রায় একাধারে চিকিৎসক অন্যদিকে ছিলেন বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ওনার জন্মদিন ১লা জুলাই যা সারা দেশে পালিত হয়।অবশ্য ১লা জুলাই ওনার মৃত্যুদিন ও বটে।ডঃ বিধান চন্দ্র রায় কে সম্মান জানাতে ওনার স্মরণে স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতে ১লা জুলাই পালন করা হয় চিকিৎসক দিবস।১৯৯১ সালের ১লা জুলাই থেকে ভারতে ‘জাতীয় চিকিৎসক দিবস'( National Doctor’s Day) পালিত হয়ে আসছে।

একজন শিশুর জন্ম থেকে সুস্হ জীবনযাপনের জন্য চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোন মানুষ যাতে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকে তার জন্য চিকিৎসকরা তাঁদের সমগ্র জীবন উৎসর্গ করে। তাঁদের এই নিরলস পরিশ্রম কে সম্মান জানাতেই বছরের একটি নির্দিষ্ট দিন তাঁদের জন্য উৎসর্গ করা হয়েছে।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories