পৃথিবীর তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে তাতে বিপর্যয়ের আর বেশি দেরি নেই। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলের তাপমাত্রা ও বাড়ছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর জলবায়ু বদলের ভয়াবহ প্রভাব পড়ছে পৃথিবীর বাস্তুতন্ত্রে।
বৈশ্বিক তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালার হিমবাহের জন্য ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। ২১০০সাল নাগাদ এই হিমবাহের অর্ধেক গলে নি:শেষ হবে।প্রথমে প্রবল বন্যা আর তারপর অন্তহীন খরা এটাই ভবিতব্য হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক নতুন একটি গবেষণা প্রতিবেদনে সম্প্রতি এই হুঁশিয়ারী জানানো হয়েছে। ইতিমধ্যেই হিমবাহ ভেঙে সমুদ্রের জলস্তর বেড়েছে। বিশাল দুই হিমবাহ পুরোপুরি গলতে শুরু করলে সমুদ্রের জলস্তর ৫শতাংশ অবধি বাড়তে পারে বলে ও মনে করেছেন বিজ্ঞানীরা। ২০০০ সালের পর থেকে উষ্ণায়নের প্রকোপ বাড়ায় আর ও বেশি হারে বরফ গলতে শুরু করেছে পৃথিবীতে। জীবজগতের অস্তিত্ব বিপর্যয়ের মুখে। বড় রকমের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
Report – Anita Das