দেশের ১২টি মাঠ আগামী মরসুমে দ্বিপাক্ষিক সিরিজ়ের কোনও ম্যাচ আয়োজন করতে পারবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই তালিকায় রয়েছে ইডেনও।
গত ২৮ জুন বিসিসিআই সচিব জয় শাহ সব রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপের সূচি ঘোষণা আগে গত ২৬ জুন এক বৈঠকেই জয় এ ব্যাপারে অনুরোধ করেছিলেনরাজ্য সংস্থাগুলিকে। তিনি বলেছিলেন, যারাঁ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পাবেন, তাঁরা দ্বিপাক্ষিক সিরিজ়ের এক দিনের ম্যাচ আয়োজনের অনুরোধ করবেন না।
এক দিনের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং মূল প্রতিযোগিতার জন্য মোট ১২টি মাঠকে বেছে নেওয়া হয়েছে। এই ১২টি মাঠের কোথাও আগামী মরসুমে দ্বিপাক্ষিক সিরিজ়ের এক দিনের ম্যাচ হবে না। যে মাঠগুলি বিশ্বকাপের কোনও ম্যাচ আয়োজনের দায়িত্ব পায়নি, তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে দ্বিপাক্ষিক সিরিজ়ের মাঠগুলি। উল্লেখ্য ১২টি মাঠের তালিকায় জায়গা পায়নি মোহালি, নাগপুর, রাজকোট, ইন্ডোর, রাঁচি, বিশাখাপত্তনম, রায়পুর এবং কটক। অন্য দিকে, বিশ্বকাপের জন্য নির্বচিত হয়েছে আমদাবাদ, হায়দরাবাদ, ধরমশালা, কলকাতা, দিল্লি, চেন্নাই, লখনউ, মুম্বই, বেঙ্গালুরু, পুনে। হায়দরাবাদ ছাড়াও প্রস্তুতি ম্যাচে দায়িত্ব পেয়েছে গুয়াহাটি এবং তিরুঅনন্তপুরম।
এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় রয়েছে ভারতের। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধেও এক দিনের সিরিজ় খেলতে পারেন রোহিতেরা। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে ভারত। ইংল্যান্ড খেলতে আসবে পাঁচটি টেস্টের সিরিজ়। বাংলাদেশের দু’টি এবং নিউ জ়িল্যান্ডের তিনটি টেস্ট খেলতে ভারতে আসার কথা আসন্ন ক্রিকেট মরসুমে। অর্থাৎ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব না পাওয়া মাঠগুলির জন্যও থাকছে পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ।
Report – Snigdha Ghosh