News United India

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী র মা

মাতৃহারা হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতার মা শান্তিরানি চক্রবর্তী। ছেলের সঙ্গে মুম্বাইয়ে থাকতেন। আর সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।ঠাকুমার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে জানিয়েছেন মিঠুন পুত্র নমশি চক্রবর্তী। রাজনৈতিক ময়দানে একে অপরকে কটাক্ষ করতে না ছাড়লে ও অভিনেতার মাতৃবিয়োগে সমবেদনা জানিয়ে টুইট করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। বিজেপি র তরফে ও শোকজ্ঞাপন করা হয়েছে। একসময় পরিবারের সকলের সাথে কলকাতার জোড়াবাগানে থাকতেন মিঠুন চক্রবর্তী। পরে মুম্বাইয়ে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে সেখানেই থাকতে শুরু করেন।ওনার মা ও মুম্বাইয়েই থাকতেন।শান্তিরানি দেবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

 Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories