মাহি ওরফে মহেন্দ্র সিং ধোনি । জন্মদিন ৭ই এপ্রিল। পূর্ণ করে ফেললেন ৪২ বছর। ২০১১র বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতে অনুরাগীদের আয়োজনের যেন শেষ নেই। হায়দ্রাবাদে ধোনির অনুরাগীরা প্রিয় মাহির জন্মদিন উৎসব পালন করার জন্য তৈরি করেছে ৫২ ফুট লম্বা একটি কাটআউট।অন্যদিকে অন্ধ্রপ্রদেশে ও তৈরি করা হয়েছে ৭৭ফুটের একটি কাটআউট।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এর ভিডিও টি দেখে উছ্বসিত ধোনিভক্তরা। ১৮৮৩ তে প্রথম বিশ্বকাপ জিতে ভারত। তারপর ২৮ বছরের অপেক্ষার পর ২০১১ তে মাহির অধিনায়কত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ভারত। সাত নম্বর জার্সির হাত ধরে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও জিতে ভারত। চেন্নাই সুপার কিংস এর ফ্র্যাঞ্চাইজিকে ও অসাধারণ সাফল্য এনে দিয়েছেন ধোনি।এশিয়ায় একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফি জেতারই নজির গড়েছেন ধোনি।টেস্ট খেলেছেন ৯০টি।T-20 খেলেছেন ৯৮ টি।একদিনের ম্যাচের সংখ্যা ৩৫০ টি।একদিনের ম্যাচে রানের দশহাজারের গন্ডি ও অতিক্রম করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১৮৩।২০২০ র ১৫ ই আগষ্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা করেন।ভারতের এই প্রাক্তন অধিনায়ক যেন ভারতীয় ক্রিকেটের পরশপাথর –ছুঁলেই যেন সোনা।
Report – Anita Das