




লাশে মোড়া পঞ্চায়েত ভোট –আর কত রক্ত ঝরবে?
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খবর আসছে। কোথাও ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও ব্যালট বাক্স তুলে নিয়ে চলে যাচ্ছে তো কোথাও ব্যালট পেপার জলে ফেলে দেওয়া হচ্ছে।আবার কোথাও প্রিসাইডিং অফিসার কে হুমকি দিয়ে অবাধে চলছে ছাপ্পা।সব জায়গায় নেই কেন্দ্রীয় বাহিনী। থাকলেও পরিস্থিতি সামলাতে হিমসিম খাচ্ছে। বিভিন্ন জায়গায় চলছে মারকাটারি।এখন ও পর্যন্ত ১৫জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কোচবিহার,মুর্শিদাবাদ,মালদহ, নদীয়া,পূর্ব বর্ধমান,দক্ষিণ ২৪পরগনা সব জায়গাতেই একের পর এক ঘটছে মৃত্যু। মুর্শিদাবাদে হচ্ছে একের পর এক খুন।কোন জায়গায় খুন হচ্ছে তৃণমূল কর্মী । আবার কোথাও কাঠগড়ায় দাঁড়াচ্ছে তৃণমূল কর্মী। আর কত রক্ত ঝরবে পঞ্চায়েত ভোটে…
আতঙ্কিত সাধারণ মানুষ। মনোনয়ন পর্বের গোড়া থেকেই দেখা যাচ্ছে বেলাগাম হিংসা র ছবি। প্রাণহানির ঘটনা থেকে গুলিবিদ্ধ হওয়া, জখম হওয়া -বিশৃঙ্খল পরিস্থিতি চারিদিকে।এককথায় পঞ্চায়েত ভোট নিয়ে উতপ্ত বাংলা।
