




দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর অঞ্চলে ভোটের লাইনে ছিল ভোটাররা। আর তারই মাঝ থেকে উবে গেল ব্যালট বাক্স। ঘটনাটি শনিবার দুপুরে ওই অঞ্চলেরই রাঘবপুর এলাকার ১৯৫ নং বুথে ঘটে। বিজেপির দিকে আঙ্গুল তুলতে তৎপর তৃণমূল। জানা যায়, ১৯৫ নং বুথে ভোট চলাকালীন নাকি বিজেপি প্রার্থী কিছুজন লোক নিয়ে ঢোকেন ওই ভোট কেন্দ্রে। আর তার পরই সেখানে থাকা ব্যালট বক্স নিয়ে দৌড় দেন তারা। পরে সেই ব্যালট বাক্স ছুড়ে ফেলে দেওয়া হয় পুকরে। দৃশ্যটি স্থানীয় এলাকার নজরে পড়তে পুকুর পারেই দাঁড়িয়ে থাকেন তারা। তাদের বক্তব্য, সকাল থেকে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তারা। কিন্তু সেই ব্যালট বাক্স এখন পুকুরে ভাস্তে দেখা যাচ্ছে।
তৃণমূলের অভিযোগ করেন যে, ব্যালট বাক্সে হাত দেওয়ার আগে ওখানে কর্মরত মহিলা কর্মীরা প্রশ্ন করেছিলেন ব্যালট বাক্সে হাত দেওয়া নিয়ে। তবে কিছু বুঝে ওঠার আগেই ব্যালট বাক্স নিয়ে দৌড়ে পালিয়ে যান তারা।
Report – Swarnalye Paul
