ভোট শেষ। কিন্তু বেশ কিছু বুথে পুনরায় হতে পারে ভোট এমনই ইঙ্গিত দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।পঞ্চায়েত ভোটের আগেই চারিদিকে বজায় ছিল যথেষ্ট অশান্তির পরিবেশ। ভোটের দিনে ও তাই থাকল।যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত দিন এত আলোচনা হচ্ছিল কার্যত ভোটের দিনে সেই কেন্দ্রীয় বাহিনীর দেখাই মিলল না বহু ভোটকেন্দ্রে।অধিকাংশ জায়গাতেই রাজ্যপুলিশের পাশাপাশি দেখা গেছে সিভিকদের।স্পর্শকাতর বুথে কেন নেই কেন্দ্রীয় বাহিনী তাই নিয়ে দেখা দিচ্ছে ক্ষোভ। মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর –সন্ত্রাসে কেউ কারো থেকেই পিছিয়ে নেই। প্রশ্ন উঠছে মৃত্যুর মিছিল, বুথে ভাঙচুর, ছাপ্পা ভোট,ব্যালট বাক্স লুঠের সময় কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী কিম্বা রাজ্য পুলিশ? এত অরাজকতা হল কি করে? অন্যদিকে বিএসএফ এর তরফে অভিযোগ কেন্দ্রীয় বাহিনী সঠিক জায়গায় মোতায়েন করা হয়নি।যে জায়গায় কেন্দ্রীয় বাহিনী ছিল সেখানে ততটা ঝামেলা হয়নি।কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তার কোন তালিকা তারা চেয়ে ও পায়নি। পুননির্বাচনের সুপারিশ করতে চলেছে বিএসএফরা ও।
Report – Anita Das