যৌনতা। শব্দটির উচ্চারণেই মুখ লুকোন অনেকেই। আবার অনেকে শারীরিক আনন্দ নেওয়ার জন্য যেমন লিপ্ত, তেমনি লিপ্ত হন ভালো লাগার জন্যও। আচ্ছা ভেবে দেখুন তো যদি কেউ টানা দীর্ঘদিন কোনোরকম শারীরিক মিলন না করে তাহলে কি হতে পারে?
দীর্ঘদিন সঙ্গম না করায় দেখা দেয় নানারকম যৌন সমস্যা। এমন অনেকেই আছেন যারা বিভিন্ন প্রয়োজনে নিজেদের সঙ্গী-সঙ্গিনীর থেকে দূরে থাকেন। তাদের পক্ষে এই সমস্যা দেখা যায় প্রচুর পরিমাণে। এর জন্য অনেকেই আছেন যারা পার্শ্ব সহায়তা নিয়ে থাকেন। তবে বেশ দীর্ঘদিন শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকলে যৌনশক্তি হ্রাস পেতে দেখা যায় সেই সাথে চলে যায় সঙ্গমের ইচ্ছে শক্তিও।
অনিয়মিত সঙ্গমের প্রভাব দেখা দেয় পেলভিক পেশির উপরও। সাধারণত এই পেশির কাজ হল ব্লাডারকে নিয়ন্ত্রণ করা। তবে এর পাশাপাশি যৌন তৃষ্ণা মেটাতেও রয়েছে তার অন্যতম ভূমিকা। তাছাড়া, দীর্ঘক্ষণ সঙ্গমে লিপ্ত না হলে তার খুবই বাজে প্রভাব পরে মহিলাদের উপর। তাদের যোনির আদ্রতা হ্রাস পায়। ফলে অনেকদিন পর সঙ্গম করলে প্রচুর যন্ত্রণা সহ্য করতে তাদের। কারণ নিয়মিত সঙ্গমের কারণে যোনির আদ্রতা বজায় থাকে।
মহিলাদের পাশাপাশি পুরুষদেরও সমস্যার সম্মুখীন হতে হয় এই অনিয়মিত সঙ্গমের কারণে। তবে তা হল তাদের লিঙ্গ শিথিলতা নিয়ে। কারণ সঙ্গমের ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষদের ভূমিকা বেশি লক্ষ্যনীয়। যা ‘পারফরম্যান্স অ্যাংজাইটি’ নামে একটি বিশাল সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। তারই সাথে দেখা দেয় সম্পর্কে চির। সঙ্গম হল, যা মানসিক দিক থেকে দুই পরস্পর ব্যক্তির মধ্যে দূরত্ব ঘুচিয়ে নিকটতা বাড়ায়। আর প্রায় টানা অনেকদিন সঙ্গম না হলে দেখা যায় এই চির। বাড়তে থাকে মানসিক অবসাদ। যা সোজা কথায় ‘ডিপ্রেশন’ও বলা হয়ে থাকে।
Report – Swarnalye Paul