News United India

৭ই জুলাই মুক্তি পেল ‘মায়া’, কি প্রতিক্রিয়া দর্শকদের ?

সমাজে মেয়েরা কিভাবে লাঞ্ছনার শিকার হয়,অত্যাচারের শিকার হয় সে সব কিছু নিয়ে শেক্সপিয়রীয় কাহিনী ম্যাকবেথ কে অনুসরণ করে রাজর্ষি দে তৈরি করেছেন ‘মায়া ‘ছবি। উনিশ জন অভিনেতা অভিনেত্রী দের নিয়ে এই ছবি। গৌরব চক্রবর্তী, গৌরব চ্যাটার্জী,অনিন্দ্য চ্যাটার্জী, রাহুল ব্যানার্জী,সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জী… কে নেই এই ছবিতে। ‘মাইকেল’ এর মতো একটা চরিত্র করতে পেয়ে রাজর্ষি দে কে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। সায়ন্তনী গুহঠাকুরতা ‘ মায়া’ ছবিতে চুমকি নামের একটি চরিত্রে কাজ করেছেন।চরিত্র টা কিছুটা নেগেটিভ এবং ভীষণ ইন্টারেস্টিং চরিত্র বলে জানিয়েছেন সায়ন্তনী।আবার অনিন্দ্য চ্যাটার্জী বলেন এই চরিত্র টা ওনার বহু প্রতীক্ষিত একটা চরিত্র। শুধু তাই নয়, এই চরিত্রের লুক নিয়ে ও তিনি খুবই খুশি। তাছাড়া চরিত্র টার জন্য নিজেকে ভেঙে তৈরি করতে হয়েছে যা খুবই ইন্টারেস্টিং। শেক্সপিয়ার কে অনুকরণ করা যথেষ্ট কঠিন কাজ আর সেই কঠিন কাজটিকে সহজ করে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে পর্দায় ‘মায়া’ র রূপদান করছেন রাজর্ষি দে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories