কান্দে শুধু মন কেন কান্দে রে….ভূমি ব্যান্ডের এই গানটি শোনেন নি এমন শ্রোতা খুঁজে পাওয়া প্রায় দুস্কর।সেই গানের গায়ক সৌমিত্র রায়। প্রায় সকলেরই পছন্দের গায়ক।রয়েছেন অপারেশন থিয়েটারে। একটি চোখে বাঁধা আছে ব্যান্ডেজ।আশেপাশে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন ডাক্তার। রেকর্ডিং গানের সাথে মেলাচ্ছেন নিজের কন্ঠ।এমনই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিও টি দেখে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। চোখে ব্যান্ডেজ বাঁধা মানেই সাধারণত চোখের অপারেশন অথচ ওনার মধ্যে যন্ত্রণার লেশমাত্র বোঝা যাচ্ছে না।
হাসিমুখে রেকর্ডিং এর সাথে মেলাচ্ছেন গলা।যেখানে চোখের কোন অপারেশনে কথা বলা নিষেধ থাকে সেখানে উনি গান গাইছেন কি করে.. চিন্তার ভক্তরা। ভিডিও দেখে অনেকে মন্তব্য করে জানতে চেয়েছেন চোখে ঠিক কি হয়েছিল……মজার ছলে গায়কের উত্তর ‘ছানি পড়ে চোখে দেখি না, দিয়া ফ্যালসি লঙ্কা গুঁড়া ‘। বোঝাই যাচ্ছে গায়কের চোখে ছানি অপারেশন হয়েছে। তারপরও অবলীলায় কন্ঠ মেলাচ্ছেন।কমেন্টে এ ও লিখেছেন —-ওটিতে ডাক্তার দের জন্য গান ধরেছেন।যাইহোক পাশে যখন আছেন ডাক্তার তখন আর ভয় কিসের। তবু ও সাবধানের মার নেই। বেশ কয়েকটা দিন বিশ্রামেই থাকবেন ‘ভূমি’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক সৌমিত্র রায়।
Report – Anita Das