



বয়স একটি সংখ্যা মাত্র।বয়সের বাধা যে কোন বাধা হতে পারে না তাই প্রমাণ করে দিলেন টলি অভিনেত্রী শ্রুতি দাস। অভিনেত্রী রুপোলী পর্দায় পা রাখেন ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে। আর এই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার।কাজের সূত্রেই আলাপ শ্রুতি -স্বর্ণেন্দু র। কাজের সম্পর্ক ধীরে ধীরে পৌঁছায় ব্যক্তিগত সম্পর্কে। তবে শ্রুতি -স্বর্ণেন্দুর প্রেমের গুঞ্জনে সমালোচনার ভয়ংকর ঝড় ও উঠেছিল। এই সম্পর্ক নিয়ে অনেকেরই মনে হয়েছিল…. এতটা বয়সের পার্থক্য… সম্পর্ক কিছুতেই টিকতে পারে না। সবার সব মন্তব্যে একেবারে জল ঢেলে দিল এই তারকা-যুগল।
একেবারে বিয়ে সেরে ফেললেন। আইনি মতে বিয়ের পাশাপাশি মালাবদল থেকে সিঁদুর দান সবই হয়েছে। ‘জাস্ট ম্যারেড’ লেখা লাল গোলাপে সাজানো কেক ও কেটেছেন নব দম্পতি। প্রথাগত সাজে না সেজে সাদা শাড়িতে রুপোর গয়নায় নিজেকে কনের সাজে সাজিয়েছেন শ্রুতি। সুন্দর পাঞ্জাবিতে সেজেছেন স্বর্ণেন্দু। তবে বিয়ের পর নিয়ম মেনে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি শ্রুতির।জানিয়েছেন কাজের কারণেই বিয়ের পর যে যার মতো নিজের বাড়ি ফিরে গেছেন। বিয়ের খবর সামাজিক মাধ্যমে জানিয়ে কেকের ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন… মিস থেকে মিসেস। সিঙ্গেল স্ট্যাটাস পাল্টে দুজনেই হলেন ম্যারেড।সত্যি –প্রেমে পড়তে লাগে না কোন বয়স…….।
Report – Anita Das
