



পঞ্চায়েত ভোট শেষে ২১ শে জুলাইয়ের সমাবেশ নিয়ে ব্যস্ত সায়নী ঘোষ। তৃণমূলের তরফে শহীদ দিবসের মহা কর্মসূচি অনুষ্ঠিত হবে ধর্মতলায়।হল তারই খুঁটিপুজো।দলনেত্রী আগেই জানিয়েছেন এবার ২১শে জুলাই সমাবেশের শীর্ষে থাকবে শ্রদ্ধা দিবস।পঞ্চায়েত নির্বাচনের কারণে যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যেই শ্রদ্ধা দিবস আর তা হবে দলমত নির্বিশেষে। ২১ শে জুলাইয়ের খুঁটিপুজোয় হাজির ছিলেন সায়নী।সেখানেই বিভিন্ন ভাবে বিজেপি কে বিঁধলেন। পঞ্চায়েত ভোটের আগে ইডি তলব করেছিল সায়নীকে।প্রথম বার হাজিরা দিলেও দ্বিতীয় বার প্রচারের অজুহাতে ইডি দপ্তরে হাজিরা দেননি সায়নী। সায়নীর বক্তব্য ‘বহিরাগতদের পাঠিয়ে ভেবেছিল মানুষের মন জয় করবে।কিন্তু মানুষ পঞ্চায়েতে বুঝিয়ে দিয়েছে’।তিনি এও বলেন ‘রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে কে’।সায়নীর মতে পঞ্চায়েতের ফলাফলই বুঝিয়ে দিয়েছে মানুষের আস্হা মমতা বন্দ্যোপাধ্যায় এর উপরেই আছে।
Report – Anita Das
