



শুধু পশ্চিমবঙ্গেই নয়,অন্য রাজ্যগুলি ও নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। কারণ প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হচ্ছে তাই। মেয়র ফিরহাদ হাকিম পরিবেশ কে বাঁচাতে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে স্কুলগুলি কে ও শহর বাঁচানোর দায়িত্ব নেওয়ার কথা বলেছেন।শহরের যা অবস্থা তাতে প্রচুর পরিমাণে বৃক্ষরোপন না করলে শহরটাকে বাঁচানো যাবে না বলে মনে করছেন।যে হারে গরম বাড়ছে তাতে বোঝাই যাচ্ছে পরিবেশের চরিত্র বদলাচ্ছে। আর তাই শহরবাসীর কাছে মেয়র ফিরহাদ হাকিম হাতে হাত মিলিয়ে কাজ করার কথা বলেছেন -গাছ লাগাই শহর বাঁচাই।শুধু তাই নয়, তিনি আতঙ্কিত মহামারী প্লেগ নিয়ে ও।একসময় সুরাটে প্লেগের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতায় যাতে সেই পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগাম সতর্কবার্তা দিলেন।তাঁর মতে শহরে ইঁদুর এর বাড়বাড়ন্ত কে গুরুত্ব দিয়ে দেখা উচিত। সবরকম সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত খাবারগুলো ড্রেনে না ফেলে যথোপযুক্ত ব্যবস্হা করতে হবে। আগামী প্রজন্ম যাতে মহামারীর কবলে না পড়ে তার জন্য শহরবাসীকে ইঁদুর সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দিলেন। এছাড়াও মহিলাদের জন্য হেল্প ডেস্ক, খিদিরপুরের মেটারনিটি হোমের সমস্যা, ডালহৌসির সমস্ত ঐতিহ্যবাহী বাড়িগুলির লাইটিং ব্যবস্হা সব ব্যাপারেই বক্তব্য রাখলেন মেয়র।
Report – Anita Das
