শুক্রবার রাতে বেরিয়েছিলেন বাজার করতে। ফেরার পথে আক্রান্ত হন দুস্কৃতিদের দ্বারা।রাতে হামলার পর থেকে চিকিৎসা চললে ও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ক্যানিংয়ে খুন হয়ে গেলেন তৃণমূলের বুথ সভাপতি নান্টু গাজী। আইএসএফের দিকেই উঠছে অভিযোগের আঙুল। যদিও এই ঘটনায় আইএসএফের তরফে তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক হানাহানিতে মৃত্যুর যেন শেষ নেই। মৃত্যুর তালিকায় শাসকদল থেকে বিরোধীপক্ষ, রয়েছে সব দলেরই কর্মী। বেশ কয়েক বছর আগে একই ভাবে দুস্কৃতিরা খুন করেছিল নান্টু গাজী র শ্বশুর কে।তিনি ও ছিলেন তৃণমূল কর্মী।শ্বশুরমশাই এর মৃত্যুর পর রাজনৈতিক বিষয়ে সব দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। নান্টু গাজীকে ও প্রাণ দিতে হল দুস্কৃতিদের হাতেই।
Report – Anita Das