একটার পর একটা ছবির কাজ শেষ করছেন অভিনেতা দেব। কিছুদিন আগে শেষ করলেন ‘বাঘাযতীন’ ছবির কাজ।সোশ্যাল মিডিয়ায় বিপ্লবী বাঘাযতীন এর ছবি র সঙ্গে একটি ছবি ও শেয়ার করেন।’বাঘাযতীন’ ছবির লুক বজায় রাখতেই ধুতি পাঞ্জাবীতে নিজেকে ফ্রেমবন্দী করেছেন।এই ছবিতে কাজ করার জন্য নিজেকে অনেক ভাঙতে হয়েছে বলেও জানিয়েছেন অভিনেতা। কঠোর পরিশ্রম করেছেন শুটিং সেটে।দেশের স্বাধীনতা সংগ্রামে যিনি প্রাণ উৎসর্গ করেছেন সেই বীরের চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেছেন। শুধু তাই নয়, এই কাজ অভিনয় জীবনের উল্লেখযোগ্য কাজ হয়ে থাকবে বলে ও জানিয়েছেন অভিনেতা। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে এই ছবি। প্রতিবছর একগুচ্ছ ছবি মুক্তি পায় পুজোর সময়। সেই তালিকাতেই থাকছে ‘বাঘাযতীন’। অপেক্ষায় ভক্তরা।
Report – Anita Das