বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে এই দুর্গাপুজো।এই পুজো আসতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকী। আর তাই আনন্দে,আবেগে ভাসছে বাঙালি। এই আনন্দের মধ্যেই রয়েছে আরও এক আনন্দ। পুজোর আগেই ২৩শে আগষ্ট চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে বহু প্রতীক্ষিত ইসরোর চন্দ্রযান ৩। এই চন্দ্রযান আমাদের দেশকে বিশ্বের দরবারে গৌরবময় করে তুলেছে। আগামীকাল ইসরোর বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়ে ও চন্দ্রযান ৩ এর যাত্রার সাফল্য কামনা করে নিজেদের পুজোমন্ডপের শুভারম্ভ করতে চলেছে শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন পুজো কমিটি।উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।