



রেল দুর্ঘটনার যেন অন্ত নেই। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা -অঘটন যেন ঘটতেই থাকছে। এবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার রেলস্টেশনের কাছে দেখা দিল আতঙ্ক। নন্দকুমার -দীঘা রেললাইনের মাঝে রয়েছে বড়সড় ধস যার জেরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। সূত্র মারফৎ জানা যাচ্ছে স্হানীয় কিছু মানুষ ঐ ধস দেখতে পান।পরে খবর দেন রেলস্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিকরা।বিষয় টি খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা।তবে আপাতত ভাবে ট্রেন চলাচল বন্ধ আছে। পূর্বের রেল দুর্ঘটনাগুলির রেশ এখনও কাটেনি-ফের রেললাইনের এরকম বিপর্যয়ে শিউরে উঠছেন প্রায় সকলেই।
Report – Anita Das
