News United India

সমস্ত গাড়ি প্রেমীদের জন্য অনুষ্ঠিত হল ‘কর্পোরেট কার ট্রেজার হান্ট, ২০২৩’ এর ৬ষ্ঠ অধ্যায়

গত রবিবার, ১৬ই জুলাই ‘কলকাতা অন হুইলস’ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল ডক্টর বাহন হুইলসের ৬ষ্ঠ ‘কর্পোরেট কার ট্রেজার হান্ট, ২০২৩’। মূলত এটি ছিল একটি প্রতিযোগিতামুলক অনুষ্ঠান। প্রায় ৫০টি বড় বড় কোম্পানি এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছিল। ডক্টর বাহন হুইলসের মতো ইন্ডিয়ান অয়েল, রোডিসি, সাইনি টয়োটা মটর কোম্পানিগুলির সহায়তা করেছেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি যেহেতু গাড়ি প্রেমীদের কেন্দ্র করে, তাই এখানে শুধুমাত্র পুরুষই নন অংশ নিয়েছিলেন মহিলারাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল দি সভ্রানির এম.ডি কমলিনী পাল, অভিনেত্রী মমতাজ সরকার। এছাড়াও এই অনুষ্ঠানটি থেকে জানা গেছে যে, গাড়ি থেকে বেরনো কালো ধোঁয়া যেভাবে প্রকৃতিকে নষ্ট করে আসছে, সেই ব্যপারে তৎপর হয়েছেন মটর কোম্পানির মালিকেরা। অর্থাৎ পরিবেশ দূষণ নিয়ন্ত্রনেরও কথা চিন্তা করেছেন তারা। সেই সাথে ছিল সুস্বাদু খাবারের ব্যবস্থাও। ছিল মোমো প্রেমীদের জন্য ম্যাডলি’র মোমোর ব্যবস্থাও।

Report – Swarnalye Paul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories