



এসএসকেএমে চিকিৎসাধীন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র।স্ত্রীর পারলৌকিক কাজের জন্য প্যারোলে ছাড়া পেয়েছিলেন তিনি।সোমবার অর্থাৎ আজই তাঁর প্যারোলের মেয়াদ শেষ হয়।ফের নিয়ে আসা হয় জেলে।জেলে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই অসুস্থতা বোধ করেন তিনি। জেলের চিকিৎসক পরীক্ষা করে জানান প্রেসার বেড়েছে ও অক্সিজেন স্যাচুরেশান লেভেল ও ওঠানামা করছে। এরপরই সুজয়কৃষ্ণ কে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে।নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছে ইডি।কালীঘাটের কাকুর ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছিল বলে আদালতে তথ্য দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে চাকরি বিক্রির কালো টাকা সাদা করেছেন এই অভিযোগ ও রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের একজন পুরোনে কর্মী এই সুজয়কৃষ্ণ ভদ্র।
Report -Anita Das
