News United India

সিএসসির বিল নিয়ে বিক্ষোভে পথে নামলো কংগ্রেস

সিএসসির বিল নিয়ে এবার বিক্ষোভে নামলো কংগ্রেস। অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি। প্রত্যেক বছরই বাড়ছে বিদ্যুতের মাসুল। তার উপর গরম কালে যখন তাপমাত্রা অনেকটাই বেশি থাকছে সেই সময় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ফলে অসুবিধায় পড়ছে মানুষজন। বিল সংক্রান্ত এবং পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে এবার রাস্তায় নামলো জাতীয় কংগ্রেস। কংগ্রেসের ভায়েসপ্রেসিডেন্ড মোহাম্মদ মোক্তারে নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ চলছে তারাতলা সিএসসি অফিসের সামনে। এই সভায় উপস্থিত আছে কংগ্রেস নেতা মোঃ মোক্তার এবং কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি।কয়েক হাজার কংগ্রেস সমর্থকরা তারাতলা সিএসসি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ও তারাতলা সিএসসি অফিসে কংগ্রেসের তরফ থেকে ডেপুলেশন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories