পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। ভোট বয়কট করা হয়েছে যে বুথে সেই বুথেই দেখা যাচ্ছে ভোট পড়েছে ৯৫ শতাংশ। এমনই অবাক করা ঘটনা ঘটেছে নিউটাউনে জ্যাংড়া হাতিয়াড়া ২নং পঞ্চায়েতে।কলকাতা হাইকোর্টে এই নিয়ে একটি মামলা দায়ের হয়েছে। ভোট না দিয়েও ৯৫শতাংশ ভোট-অভিযোগ শুনে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা। নিউটাউন এলাকার ঐ অঞ্চলের বাসিন্দাদের বেশিরভাগের অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। বুথ পর্যন্ত পৌঁছাতেই পারেননি অনেকেই। এমনকি সকাল থেকে বুথ জ্যাম করে রাখার অভিযোগ ও উঠেছে।জোর করে ভোট দিতে যেতে চাইলে রীতিমতো হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। অথচ রেজাল্টে দেখা যাচ্ছে সেই বুথে ভোট পড়েছে ৯৫ শতাংশ। প্রশ্ন উঠছে- ভোট দিল কারা? নিউটাউন থানার আইসি কে এ ব্যাপারে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন বুথে ঠিক কী কী হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। দ্রুত কারণ অনুসন্ধান করে আইজি -ডিজি কে রিপোর্ট তলব করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের।
Report – Anita Das