



কোথাও ভরা বর্ষাতেও দেখা নেই বৃষ্টির আবার কোথাও অতি বৃষ্টির কারণে দেখা দিচ্ছে বন্যার পরিস্থিতি। অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে আসাম।গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি ও বিভিন্ন নদীর জলোচ্ছ্বাসে আসামের বিস্তীর্ণ এলাকা জলের তলায়।যার জেরে দুর্ভোগে পড়েছে এই রাজ্যের বাসিন্দারা। প্রায় ১৩টি জেলার ৩৭১ টি গ্রাম প্লাবিত। কাজিরাঙা জাতীয় উদ্যানেও ঢুকে পড়েছে জল।এই উদ্যানের অগরাতলি ফরেস্ট রেঞ্জ পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সেই ফরেস্ট রেঞ্জের ৯০শতাংশই জলের তলায়।রাজ্যের বিভিন্ন এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রম্ভপুত্র নদ ও দিখৌ নদীর জল।বন্যায় বেশ কয়েকজন মারা ও গেছেন। জেলা প্রশাসনের তরফে অনেকগুলি ত্রাণ শিবির খোলা হয়েছে। অনেক গ্রাম থেকে মানুষজন কে নিরাপদ স্হানে সরানো হয়েছে।
Report – Anita Das
