News United India

২০২৪ এর লোকসভার লড়াইয়ে কি তবে ইন্ডিয়া বনাম এনডিএ

বেঙ্গালুরুর বিরোধী বৈঠকে ঠিক হয়েছে বিরোধী জোটের নাম।নামটির প্রস্তাব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পুরো অর্থ কি হবে তা চূড়ান্ত করেন রাহুল গান্ধী। বিরোধী জোটের নাম ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।এককথায় বিরোধী শিবির যেন মোদীর বিরুদ্ধে গোটা ভারতটাকেই দাঁড় করিয়ে দিল।বেঙ্গালুরুর বিরোধী বৈঠকের পর রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে বলেন এই লড়াই নিছকই দুটি রাজনৈতিক জোটের মধ্যে নয়,ভারত সম্পর্কে দুটি ভাবনার মধ্যে। সূত্রের খবর, বেঙ্গালুরুর বৈঠক শেষে ২৬টি দল মিলে’ ইন্ডিয়া ‘র একটি যৌথ সংকল্প ঘোষণা করেছে এবং গতকাল গভীর রাত পর্যন্ত সেই সংকল্প পত্রের খসড়া ও তৈরি হয়েছে। অন্যদিকে বিরোধী ২৬টি দলের যৌথমঞ্চ ‘ইন্ডিয়া’ কে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার শুধু বেঙ্গালুরুতেই নয়,নয়াদিল্লিতেও বসেছিল এনডিএ’র বৈঠক। মোদী বিরোধী জোটকে আক্রমণ করে বলেন -ক্ষমতা দখলের স্বার্থে পরিবারতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত দলগুলি জোট বেঁধেছে। মোদী দাবি করেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনে আরও বেশি ভোটে জিতে তৃতীয়বারের জন্য কেন্দ্রে এনডিএ ‘র সরকার গঠন হবে।এককথায় ২০২৪ এ লোকসভা নির্বাচনে লড়াই হতে চলেছে ইন্ডিয়া বনাম এনডিএ ‘র।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories