উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাব পড়বে ওড়িশা সংলগ্ন উপকূলে। আগামী ৪৮ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের একটি বিস্তৃত অংশে। কয়েকদিনের মধ্যেই এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া সূত্রের খবর, বুধবার সন্ধ্যার মধ্যেই শক্তিশালী হবে ঘূর্ণাবর্ত। শুক্রবার অর্থাৎ একুশে জুলাই দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা সহ মুর্শিদাবাদ ও বর্ধমানেও হবে বৃষ্টি। উত্তরবঙ্গবাসীর রেহাই নেই বৃষ্টির হাত থেকে। বন্যা পরিস্হিতিতেও উত্তরের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলতে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
Report – Anita Das