একুশে জুলাই শহীদ দিবস। এবার শহীদ দিবস কর্মসূচীর ৩০বছর পূর্ণ হতে চলেছে। এবারের সমাবেশের শীর্ষে থাকবে পঞ্চায়েত নির্বাচনের হিংসার কোপে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন আর তা হবে দলমত নির্বিশেষে। তবে এবারে শহীদ দিবসের মঞ্চে তৃণমূল সুপ্রিমো সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটকেই যে মূলত বেছে নেবেন তা একপ্রকার স্পষ্ট। তবে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ঘটে যাওয়া হিংসার বেলাগাম ও মুখ্যমন্ত্রীকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।অন্যান্য বারের মতো এবারেও একুশের মঞ্চ বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে। হয়তো তাই এবারেও গায়ক নচিকেতার কন্ঠে ‘একদিন ঝড় থেমে যাবে,পৃথিবী আবার শান্ত হবে’ শোনার সম্ভাবনাও থেকে যাচ্ছে। নচিকেতা যে মঞ্চে আসবেন তা নিশ্চিত করে বলেছেন, মুখ্যমন্ত্রী ডেকেছেন সেটাই ওনার কাছে সবচেয়ে বড় পাওনা।তবে হয়তো শারীরিক অসুস্থতার কারণে থাকতে পারবেন না ‘গানওয়ালা ‘। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিরোধী জোট গঠনে উদ্যোগ নিয়েছেন তাতে চিন্তা বেড়েছে বিজেপির।আর তাই এই কর্মসূচির দিকে বিজেপির নজরও হয়তো থাকবে।সবমিলিয়ে আগামীকাল একুশের মঞ্চে কি হতে চলেছে সেটাই দেখার বিষয়।
Report – Anita Das